ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ১ হাজার ৫৪৩টি পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ সম্পন্ন হয়েছে। ২৩ জুলাই সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেককে ১০ কেজি করে মোট ১৫ হাজার ৪৩০ কেজি চাল বিতরণ করা হয়।
এ সময় ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসরাফিল হোসেন, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য রেহেনা পারভীন, আ. সালাম ফুল্টু, এনামুল হোসেন, ধামইরহাট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সিনিয়র সাংবাদিক হারুন আল রশিদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২২ জুলাই ভিজিএফ’র চাল বিতরণ কর্মসূচিতে ১ হাজার ৪৯৬ জন চাল গ্রহণ করেন। তালিকায় থাকা আরও ৪৭ জন অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রতিটি বাড়িতে গ্রামপুলিশ দ্বারা খবর পাঠিয়ে দিলে বৃহস্পতিবার সকালে তারা চাল নিয়ে যান এবং বাড়িতে গিয়ে খবর দিয়ে পরিষদে এনে ভিজিএফ’র চাল দেওয়ায় এবং করোনাকালীন পরিস্থিতিতে নিজ উদ্যোগে ত্রাণ সহযোগিতা, সরকারি প্রণোদনা সঠিকভাবে বিতরণ ও প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে ভুক্তভোগীদের খোঁজ নেওয়ায় উপকারভোগী এলাকাবাসী চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেন।