ধামইরহাটে রিক-এর উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বেসরকারি সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। ২৩ জুলাই দুপুর ১২টায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) জয়পুরহাট জোন জয়পুরহাট এরিয়ার ধামইরহাট শাখা ও আগ্রাদ্বিগুন শাখার আওতাধীন অতিদরিদ্র সদস্যের মেধাবী ছেলেমেয়েদের মাঝে ১২ হাজার টাকা করে মোট ৭২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন নির্বাহী অফিসার গনপতি রায়।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, রিক-এর জোনাল ম্যানেজার মুহাঃ আব্দুল আলিম, এরিয়া ম্যানেজার মোঃ আবুল হোসেন, ধামইরহাট শাখা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, আগ্রাদ্বিগুন শাখার ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!