ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি শহীদুজ্জামান সরকারের নির্দেশে ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের নিজ উদ্যোগে সপ্তাহব্যাপী এলাকাবাসীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি ২ হাজার চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে ২৪ জুলাই শুক্রবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ চত্বরে সপ্তাহব্যাপী চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ইউপি সদস্য রেহেনা পারভীন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক পাস্কায়েল হেমরম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি কনকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, “মুজিববর্ষ উপলক্ষে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনা মোতাবেক ও উপজেলা প্রশাসনের ঘোষিত সবুজ ধামইরহাটকে আরও বৃক্ষে ভরে দিতে এই উদ্যোগ নিয়েছি। আজকে মাল্টা, থাই পেঁয়ারা, লেবু, পাতি নেওয়া, বনকাঁঠাল, বেড়না, হরিফল, আম্রপালি, ম্যাংগো ব্যানানা, বারি আম-৪, বারি আম-৭, গৌড়মতি, চায়না উন্নত প্রজাতির লিচু, পেঁপে, জলপাই, আমড়া, কামরাঙ্গা, সুপারি, নারিকেল, বনজ প্রজাতির মধ্যে মেহগনি, আকাশমনি, মহুয়া এবং ঔষধি জাতের মধ্যে আমলকি, হরিতকীসহ ২৫ প্রজাতির ২ শতাধিক চারা বিতরণ করা হলো। যাদের যে গাছ প্রয়োজন তাদের চাহিদা মোতাবেক আগামী ৭ দিনে ওইসব চারা বিনামূল্যে সরবরাহ করা হবে।