নিজস্ব সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে ২য় পর্যায়ে আগামী ৩১ মার্চ নির্বাচনে ৫১জন চেয়ারম্যান পদে, ৩৫৭জন সাধারণ সদস্য পদে এবং ১০৪ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন। রোববার ১৩ মার্চ প্রত্যাহারের শেষ দিনে ৭জন চেয়ারম্যান প্রার্থী, ২১জন সাধারণ সদস্য ও ২জন সংরক্ষিত সদস্য প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। প্রত্যাহারকৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন বনগ্রাম ইউনিয়নের জসিম উদ্দিন (স্বতন্ত্র), সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলতাব উদ্দিন (আ’লীগ বিদ্রোহী) ও শফিকুল ইসলাম পরবেশ (স্বতন্ত্র), করগাঁও ইউনিয়নের ইসলাম উদ্দিন (স্বতন্ত্র), আচমিতা ইউনিয়নের হান্নান (বিএনপি বিদ্রোহী), জালালপুর ইউনিয়নের নারী প্রার্থী ফেরদৌসী রহমান ও মাহমুদুল হাসান মামুন (আ’লীগ বিদ্রোহী)।
এদিকে যাচাই-বাছাইয়ে বাদ পড়া আ: কাদির আপীলের মাধ্যমে তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। এতে উপজেলার ৯টি ইউনিয়নে ৪২জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন : বনগ্রাম ইউনিয়নের মো: শামসুদ্দিন, শরিফুল আলম সরকার, মো: মঞ্জিল মিয়া, হুমায়ুন কবীর ভূঞা ও রায়হান ভূঞা, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের ফরিদ মিয়া, চান মিয়া ও আব্দুল কাহার, করগাঁও ইউনিয়নের মো: ছিদ্দিক ও জিন্নাত আরা, মো: মাইনুদ্দিন, চান্দপুর ইউনিয়নের মো: সাহাব উদ্দিন, মোছা: রিপা আক্তার, আচমিতা ইউনিয়নের মাহতাব হোসেন, মসূয়া ইউনিয়নের মো: খুর্শিদ উদ্দিন, লোহাজুরী ইউনিয়নের কবীর হোসেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭জন চেয়ারম্যান প্রার্থী সহ মোট ২৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।