কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের ৫৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আবদুল্লাহ আল মহসিন, বিশেষ প্রতিনিধি ।।

সম্প্রতি কুলিয়ারচর উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরামের” ৫৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী আজহারুল ইসলাম রায়হান ও সদস্য সচিব ইতালী প্রবাসী সৈয়দ ফয়সাল ইসলাম রিয়াজ।

কমিটির অন্য সদস্যরা হলেন : আশরাফুল ইসলাম মিরন (ইতালী, ছয়সূতী), সিনিয়র যুগ্ম আহ্বায়ক- বোরহান উদ্দিন মোল্লা (সৌদি, রামদী), আবুল কালাম খোকন (ফ্রান্স, সালুয়া), মোঃ রফিক (সৌদি, সদর), তরিকুল ইসলাম রুবেল (মালয়েশিয়া, সদর), লুকমান আহমেদ (মালয়েশিয়া, সদর), আসাদ রেজা (সিঙ্গাপুর, রামদী), জামাল হোসেন (সিঙ্গাপুর, আব্দুল্লাহপুর), নাজমুল হক টিটু (সিঙ্গাপুর, ছয়সূতী), ইমরুল কায়েস (ইতালি, ছয়সূতী), মোঃ মনজু (ইতালি, উসমানপুর), আনোয়ার হোসেন (পর্তুগাল, সালুয়া), মোবারক আহমেদ (ইরাক, সদর), মোঃ রাসেল খাঁন (সিঙ্গাপুর, রামদী); যুগ্ম সচিব- খোকন বাবলা (ওমান, রামদী), বিল্লাল আহমেদ (ইতালি, সালুয়া), মোঃ আক্তার হোসেন (দুবাই, ছয়সূতী), তুহিন হাসনাত (ওমান, সদর), সাফিক তুহিন (সিঙ্গাপুর, উসমানপুর), আব্দুর রহমান সোহেল (সৌদি, রামদী), মাহমুদুল হাসান (সিঙ্গাপুর, সালুয়া), আরিফুল ইসলাম (সিঙ্গাপুর, রামদী), মোঃ আনিস (সৌদি, সদর), আসলাম খাঁন (জার্মান, ছয়সূতী), সাকিব আহমেদ রনি (সৌদি, গোবরিয়া); যুগ্ম আহ্বায়ক- মোঃ শেখ ফরিদ (সৌদি, রামদী), মোঃ শাহীন আলম (সৌদি, সালুয়া), কাজী সাইফুল ইসলাম (সৌদি, রামদী), মোঃ কবির হোসেন (কাতার, রামদী), সাইফুল ইসলাম ১ (সিঙ্গাপুর, রামদী), মোফাজ্জল হোসেন (সৌদি, ফরিদপুর), মোঃ লুকমান (সৌদি, উসমানপুর), কামরুল হাছান (সিঙ্গাপুর, সালুয়া), মোঃ রোকন উদ্দিন (সৌদি, রামদী), মনির হোসেন (সিঙ্গাপুর, রামদী), মোঃ সাব্বির (সাইপ্রাস, ছয়সূতী), আলামিন শেখ (কুয়েত, সদর), মাওলানা মোঃ হাবিবুল্লাহ (কাতার, সালুয়া), মোঃ রাজীব হোসেন (মালয়েশিয়া, সালুয়া), মো: মাইন উদ্দিন (সৌদি, সালুয়া), সাইফুল ইসলাম ২ (সিঙ্গাপুর, রামদী), প্রিন্স রনি (সৌদি, সদর), মাইনুল ইসলাম রাসেল (সিঙ্গাপুর, গোবরিয়া), জাহাঙ্গীর আলম নাজিম (দুবাই, সালুয়া), লুৎফুর রহমান (সৌদি, রামদী), রোকন মিয়া (সৌদি, উসমানপুর), মোঃ উবায়দুল্লাহ (মালয়েশিয়া, সালুয়া), মো: হাসান (সৌদি, সালুয়া), অরণ্য বর্মন রাজীব (সিঙ্গাপুর, সালুয়া), অলি উল্লাহ (সৌদি, সালুয়া), মো: সানি (সাইপ্রাস, ছয়সূতী), নাঈম আল ইউসুফ (মালয়েশিয়া, ছয়সূতী), মোঃ অলি উল্লাহ (দক্ষিণ আফ্রিকা, ফরিদপুর)।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, খুব শীঘ্রই সম্প্রীতি ফোরামের কার্যকরী কমিটি, পৃষ্ঠপোষক, উপদেষ্টা পরিষদ ও প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, বিভিন্ন দেশে অবস্থানরত কুলিয়ারচরের প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বন্ধন, বিপদগ্রস্ত ও অসহায় প্রবাসীদের কল্যাণ এবং কুলিয়ারচর উপজেলার অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের মূল লক্ষ্য।

সর্বোপরি সমৃদ্ধ কুলিয়ারচর উপজেলা বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখা। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের দোয়া ও ভালবাসায় এগিয়ে যাবে কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম, এই প্রত্যাশা করেন ফোরামের সদস্যবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!