বিশেষ প্রতিনিধি ।।
আমেরিকার “লক হ্যাভেন ইউনিভার্সিটি”র প্রফেসর, বাজিতপুর উপজেলার সরিষাপুর গ্রাম নিবাসী ডক্টর খালিকুজ্জামান মতিন, লেখক ও ডাক্তার প্রয়াত কামরুজ্জামান এবং আমেরিকা প্রবাসী লেখক-নাট্যকার বদরুজ্জামান আলমগীরের রত্নগর্ভা মা রহিমা আক্তার চন্দন আজ সোমবার (২৭ জুলাই) বাজিতপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে রহিমা আক্তার চন্দন দুই ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেঝো ছেলে লেখক ও ডাক্তার কামরুজ্জামানের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। তাঁর স্বামী মরহুম অহিকুল ইসলাম ইউনিয়ন পরিষদের সেক্রেটারি ছিলেন।
আগামীকাল মঙ্গলবার বেলা ১০টায় সরিষাপুর গ্রামের সরিষাপুর মসজিদে নামাজে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, কিশোরগঞ্জস্থ বাজিতপুর সমিতি ২০১৪ সালে মরহুমা রহিমা আক্তার চন্দনকে “রত্নগর্ভা মা” হিসেবে সম্মাননা প্রদান করে।
তাঁর মৃত্যুতে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম“-এর পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সেই সাথে তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।