নজরুল ইসলাম সাগর, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আলীনগর বেসিক প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে ১৭জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল ১০টায় রেনেসা একটি সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, গ্রেটওয়াল সিরামিকের মহাব্যবস্থাপক শেখ নাজিম উদ্দিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ফজলুর রহমান সবুজ, উসমান গনী সম্রাট, সহঃ অধ্যাপক খালিদ সাইফুল্লাহ, সহঃ শিক্ষক জয়নাল আবেদীন মোল্লাহ, অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব আহ্বায়ক নজরুল ইসলাম সাগর, ভাটির রানী সম্পাদক গোলাম রসুল, সরকারি রোটারী ডিগ্রী কলেজের প্রভাষক মনোয়ার হোসেন পুলক, অ্যাডভোকেট হাবিবুর রহমান, রেনেসা সম্পাদক মাসুদ রানা, মোহাম্মদ আলী ও শেখ বোরহান উদ্দিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসা একটি সামাজিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান ফিরুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনেসার সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন আকাইদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা ফুলজাহান স্নিগ্ধা।