হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
হোসেনপুরে “এন্টিবায়োটিকযুক্ত খাবারকে না বলুন” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান। বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এমরুল খায়েস, ডাঃ তানভীর হাসান জিকো, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কাশেম, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক প্রমুখ। আলোচনাসভায় ভেজালমুক্ত খাদ্য ও বাজার মনিটরিংয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বাজার খাদ্যে ভেজাল দূরিকরণসহ স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার নিশ্চিত করার উপর জোর দাবি ওঠে।