ধামইরহাটে আপদকালীন সময়ে কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।

নওগাঁর ধামইরহাটে আপদকালীন সময়ে কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। ৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সাম্প্রতিক বন্যা ও অতি বৃষ্টিতে কৃষি উৎপাদন অব্যাহত রাখতে উপজেলা পরিষদের এডিপি খাতের আওতায় আপদকালীন আমন বীজতলা তৈরীর জন্য ৭৫ জন কৃষকদের মাঝে ৫ কেজি বিনামূল্যে নাবী জাতের ব্রিধান-৩৪ নামক আমন ধানের বীজ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজার সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে, অতিবৃষ্টির কারণে ধামইরহাটের ৩৪ একর আউষের আবাদ নষ্ট হয়ে গেছে, তাই বন্যা ও বন্যা পরবর্তী আপদকালীন সময়ে কৃষকরা যাতে করে ধান চাষাবাদ করতে পারে সে লক্ষে এই বীজ প্রদান করা হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!