আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁ ধামইরহাটে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে ৭ আগস্ট পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এসআই মহসীন আলীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মালাহার এলাকার গোপীর মোড় থেকে ফেন্সিডিলসহ উপজেলার বাসুদেবপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. রানা ওরফে রায়হান (১৪), একই গ্রামের মো. নুরুর ছেলে রনি বাবু (২০) ও ছানাউল ইসলামের ছেলে রাসেলকে (২১) আটক করা হয়।
এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১০, তারিখ-০৭/০৮/২০২০ ইং।