আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ধামইরহাট মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত আইজিএ কর্মসূচির প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, প্রশিক্ষক নাহিদ ফারহানা রিমু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার সেলাই মেশিনপ্রাপ্তদের মেশিনের যথাযথ ব্যবহারের আহ্বান জানান।