অষ্টগ্রামে বঙ্গমাতার জন্মদিবসে আলোচনাসভা ও সেলাই মেশিন বিতরণ

মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (৮ আগস্ট) বেলা ১১টায় যথাযোগ্য মর্যাদায় প্রথমবারের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অষ্টগ্রাম উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল আলম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস।

বিশেষ অতিথি সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা নূর নবী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছায়েদুর রহমান সাইদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করে শিক্ষক সমিতির সভাপতি জীবনময় শীল। অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত ছয়জন যুব মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।

Similar Posts

error: Content is protected !!