আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে সড়ক ও জনপথ কর্তৃক বাস্তবায়িত নতুন রাস্তার ও সদ্যসমাপ্ত হওয়া সার্ফেসিং কাজে রাস্তা উঁচু ও খানাখন্দবিহীন হলেও বেড়েছে জনদুর্ভোগ। প্রতিদিন রাস্তার পাশে থাকা চিটকা কাঁচা মাটি বিপদে ফেলছে সাধারণ মানুষ, ভ্যান-রিক্সাচালক ও ভারী যানবাহন চালকদের।
রাস্তার সোল্ডারের কাঁচা মাটিতে ট্রাকের চাকা, ভ্যান, পাওয়ার ট্রলি, ট্রাক্টরের চাকা দেবে যায়। প্রতিদিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণ, মিডিয়াকর্মীসহ বিভিন্নভাবে তা প্রচার হলেও এই অভিযোগ কানে নিতে নারাজ সড়ক ও জনপথ। সাধারণ মানুষ ধামইরহাটের পৌর এলাকার সড়ককে এখন মড়ক আখ্যা দিয়েছেন। এই সমস্ত দুর্ঘটনা ও জনদুর্ভোগের কথা চিন্তা করে মানববন্ধনের ডাক দেয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানব সেবা”।
ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবীতে ৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় সংগঠনের সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে উপজেলা পরিষদের সামনে প্রধান রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন সরকারি এম এম কলেজের অধ্যক্ষ (অব.) মো. শহীদুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আঞ্জুয়ারা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন চকময়রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, কাউন্সিলর মুক্তাদিরুল হক, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।
এ বিষয়ে সড়ক ও জনপথ নওগাঁর নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলাম বলেন, “আগে রাস্তায় পাওয়ার ট্রলি চলাচল বন্ধ করেন। তারপর মানববন্ধন, আর মানববন্ধন করে কি সমাধান হবে বলে মূল বিষয়টি এড়িয়ে যান।”
সড়ক ও জনপথের রাজশাহী বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুম সারোয়ার বলেন, “রাস্তার কাঁচা মাটি বা কাদায় জনদুর্ভোগের বিষয়টি নওগাঁর নির্বাহী প্রকৌশলী এড়িয়ে গেলেও আমি খুব অল্প সময়ে সেখানে বালি বা শুকনা খোয়া দিয়ে হলেও সমস্যা সমাধানের ব্যবস্থা করবো।”
পরে মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ নওগাঁ জেলা প্রশাসক বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।