খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের হাওর পর্যটন উপজেলা নিকলীতে সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এক অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ এক পরিবারের কমপক্ষে দশ লক্ষ টাকার ক্ষতির ঘটনা ঘটেছে। একই দিন দুপুরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শামীমা ইয়াছমীনের উপস্থিতিতে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাতের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে মজলিশপুর বাজারের একটি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
উপজেলা সদরের পাচরুখি গ্রামের মৃত জিয়া উদ্দিনের পুত্র জিয়াউর রহমান (৩৬) ও স্ত্রী জোস্না আক্তার এনজিও কর্মি। স্থানীয় শাখায় কর্মরত থাকলেও জিয়াউর কয়েকদিন যাবৎ ঢাকায় ও জোস্না আক্তার তার বাবার বাড়ি কিশোরগঞ্জে অবস্থান করছেন। সোমবার সকাল আনুমানিক সাড়ে এগারোটায় তালাবদ্ধ ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায় প্রতিবেশিরা। এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে মূল্যবান আসবাবসহ বসতঘরটি পুরো ও লাগোয়া একটি ঘর আংশিক পুড়ে যায়। জোস্না আক্তার জানান, ঘরে নগদ এক লা টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও জরুরি কাগজপত্র মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অপরদিকে উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর বাজার ও দামপাড়া বাজার সংযোগ ফুট ওভারব্রীজের মজলিশপুর অংশের প্রবেশমুখটি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আসছে। একাধিকবার প্রশাসনের নিষেধ সত্ত্বেও রাস্তাটি উন্মুক্ত করেনি দখলদাররা। সোমবার কিশোরগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শামীমা ইয়াছমীনের উপস্থিতিতে নিকলী থানা ও রিজার্ভ পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাতের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। কাইয়ুম নামের এক দখলদারের ঘর ভেঙ্গে ফেলে নিয়োজিত শ্রমিকরা।
নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত জানান, রোববার নিকলী সদর ও কারপাশার নানশ্রীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মজলিশপুর বাজারে উচ্ছেদ হচ্ছে। পুরো উপজেলা অবৈধ দখলদারমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।