মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) ।।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিশেষ অভিযানে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত ভোর রাতে চিকনদন্ডী ইউপি এলাকার জয়নব ক্লাবের সামনে থেকে এসআই সাইদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ধর্ষক রাশেদকে (১৮) প্রেপ্তার করে। অপরদিকে এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাপুর ইউপির অন্তর্গত গুন্ডিশাহ মাজারের পশ্চিমে মনছুরাবাদ কলোনীস্থ মালেক সর্দারের বাড়ি থেকে ধর্ষক মনির হোসেনকে (২৮) আটক করে।
আটককৃতরা হলো ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর আঠারটিলা এলাকার মোঃ এজহার মিয়ার পুত্র রাশেদ ও মির্জাপুর ইউপির গুন্ডিশাহ মাজার এলাকার মুনছুরাবাদের সিরাজুল ইসলামের পুত্র মোঃ মনির হোসেন। তাদের বিরুদ্ধে মডেল থানায় পৃথক পৃথক দু’টি ধর্ষণের মামলা রয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। দুপুরে আটককৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের আটক করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।