আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে ৫নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ১৩ আগস্ট দুপুর ১২টায় আগ্রাদ্বিগুন বাজারে পুলিশের নিজস্ব ভূমিতে এ কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথি নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান বলেন, “বঙ্গবন্ধু শুধু হাজার বছরের বাঙালি নয়- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি আরও বলেন, মুজিববর্ষের অঙ্গীকার- পুলিশ হবে জনতার, সেই অঙ্গীকার বাস্তবায়নে বিট পুলিশ কাজ করে যাবে। আগ্রাদ্বিগুনের সহযোগিতায় এই ইউনিয়ন মাদকমুক্ত হবেই হবে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিনের সভাপতিত্বে উদ্বোধন শেষে আগ্রাদ্বিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, ৫নং বিট পুলিশ অফিসার এসআই সবুজ আলী, সিনিয়র সাব-ইন্সপেক্টর মহসীন আলী, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেন, যুবলীগ সাবেক সভাপতি আবু সুফিয়ান খান বাবু, কাজী ফারুক, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।