নজরুল ইসলাম সাগর, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল নয়টায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের পশ্চিম পাশের জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি অজিত দত্ত, দপ্তর সম্পাদক নাদিরুজ্জামান আজমল, কার্যনির্বাহী সদস্য ডাঃ সাজ্জাদ হোসাইন সমুজ, সদস্য ঝুটন মিয়া প্রমুখ। এছাড়া দোওয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষার, সহ সভাপতি রুহুল আমিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার আবু সুফিয়ান, অর্থ সম্পাদক সোহরাব উদ্দিন, সাহিত্য সম্পাদক মাহবুব আলম প্রমুখ।