শোক দিবসে ধামইরহাটে ৬ শতাধিক দুঃস্থকে খাওয়ালেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৬ শতাধিক দুঃস্থকে খাওয়ানো হয়েছে। ১৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় জাতীয় শোক দিবসে ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে হরিতকীডাঙ্গা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৬১০ জন দুঃস্থকে খাওয়ান ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।

এ সময় প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ইউপি সদস্য আ. মান্নান, মিজানুর রহমান, মাজেদুর রহমান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য রেহেনা পারভীন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল আতিক কনক, আওয়ামী লীগ নেতা জবেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতাম না। তাই মহান এই নেতার ৪৫তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবসে এলাকার দুঃস্থ মানুষদের জন্য খাবারের আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।

Similar Posts

error: Content is protected !!