ধামইরহাট হাসপাতালে ৩ বছর পর চালু হলো ইসিজি মেশিন

আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে প্রায় ৩ বছর পর চালু করা হলো ইসিজি সেবা। হাসপাতালে কোন জরুরি শ্বাসকষ্ট বা বুকের ব্যথায় কিংবা কোনো সিরিয়াস রোগী এলে ভরসা বাইরের ডায়াগনস্টিকগুলো। এতে তাৎক্ষণিকভাবে ইসিজি সেবা না দেওয়ায় অনেক সময় রোগীর অসুস্থ্যতার মাত্রার নিরূপণ করতে না পারায় পরিস্থিতি বেগতিক হয়ে যায়।

এই দুর্ভোগ লাঘব করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস একাধিকবার সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

এরই ফলশ্রুতিতে ১৬ আগস্ট সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সীতে নতুন ইসিজি সেবা চালুর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। এ সময় মেডিকেল অফিসার ডা. সামিউল ইসলাম, ডা. শুভ্র সাহা, ডা. শিমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!