আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্ণার ও লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। ১৬ আগস্ট দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরের পাশে মুজিব কর্ণার ও লাইব্রেরির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, হাসপাতালে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা বাড়তি সময় কাটাতে হাসপাতালের মুজিব কর্ণার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বিভিন্ন ছবি, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবেন, লাইব্রেরিতে থাকা বই পড়তে পারবেন এবং প্রতিদিনের নিউজপেপার পড়ারও ব্যবস্থা থাকবে সেখানে। পর্যায়ক্রমে আধুনিক লাইব্রেরিতে রূপান্তর করা হরে স্বাস্থ্য কমপ্লেক্সের এই মুজিব কর্ণার ও লাইব্রেরি।
অনুষ্ঠানে মেডিকেল অফিসার শুভ্র সাহা, ডা. সামিউল ইসলাম, ডা. শিমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।