সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : ফিরোজ আহমেদ রিজু

আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান প্রেসক্লাবের নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) শিবগঞ্জ উপজেলার রায়নগর মসলা গবেষণা কেন্দ্রের ডরমিটরি হলরুমে দিনব্যাপী চলে অভিষেক অনুষ্ঠানটি।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে মহাস্থান প্রেসক্লাবের নবগঠিত কমিটির মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। আগামীতে দেশের সমৃদ্ধি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে এই পেশাজীবী সংগঠন। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অভিষেক পর্বে সভাপতিত্ব করেন মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত। সাবেক সভাপতি সাইদুর রহমান সাজু ও যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, বঙ্গুবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত আজমল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠা সদস্য বিশিষ্ট সাংবাদিক মাহফুজ মণ্ডল, রফিকুল ইসলাম, আল-আমিন মণ্ডল, এসআই সফিক, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি রোটারিয়ান মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা, ছানাউল হক ছানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব বাবুল মিয়া বাবু, সমাজসেবক আলহাজ্ব মোশারফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সহসভাপতি সাইদুর রহমান সাজু, সহসভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক এসআই সুমন, কোষাধ্যক্ষ নুরনবী রহমান, নির্বাহী সদস্য রহেদুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান, সময় টিভি বগুড়া অফিসের ক্যামেরাপার্সন ও জেলা টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর ইসলাম শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রব্বানী পুটু, ফুল মিয়া, আইনুর ইসলাম, মাস্টার নুর আলম প্রমুখ।

পরে প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সভাপতি আনিছুর রহমান মিটু, সহসভাপতি সাইদুর রহমান সাজু, সহসভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু, সহসভাপতি শমশের নুর খোকন, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সম্পাদক ওবাইদুর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ নুরনবী রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক, সোহাগ মাহবুব, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল বাছেদ (প্রতিষ্ঠাতা সভাপতি), সোহেল রানা, রহেদুল ইসলাম, ইকবাল হোসেন। সাধারণ সদস্য- আমিনুর ইসলাম, গোলজার রহমান, আব্দুল বারী, তাহেরা জামান লিপি, সাফায়াত জামান সজল, সাকায়াত হোসেন, ফজলুল হক, আবদুল হান্নান টগর, মোনছুর রহমান আকাশ, আব্দুর রহিম, রায়হান করিম, রিপন মিয়া, রাহাতুল আলম।

Similar Posts

error: Content is protected !!