বাসস ।।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সরকার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।
২২ মার্চ প্রথম পর্যায়ে ৭২২ ইউনিয়ন পরিষদ, ২৩ মার্চ ১১টি ইউনিয়ন পরিষদ, ২৭ মার্চ ২টি ইউনিয়ন পরিষদ এবং ৩১ মার্চ ২য় পর্যায়ের ৬৪৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচনের তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষাসংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।