অষ্টগ্রামে ট্রলারে ডাকাতি, টাকা-মোবাইল লুট

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জে হাওরের অষ্টগ্রাম উপজেলার কালনী নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে গেছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সকালে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ভয়রা পশ্চিমপাড়ার গ্রাম থেকে ট্রলারে করে বজেন্দ্র বৈষ্ণবসহ ৬ জন যাত্রী নিয়ে বিয়ের জন্য পাত্রী দেখার উদ্দেশে হবিগঞ্জের লাখাই উপজেলায় যান। পাত্রী দেখা শেষে বিকেল সাড়ে ৫টার সময় লাখাই থেকে মিঠামইনের কেওয়ারজোড়ের উদ্দেশে রওনা দেন। পথে কালনী নদীতে ৮-৯ জনের একটি ডাকাত দল পিস্তল ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা ও ৬টি মোবাইল নিয়ে যায়। পরে ডাকাত দলটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকায় করে দক্ষিণ দিকে চলে যায়।

ডাকাতের কবলে পড়া ভুক্তভোগী বজেন্দ্র বৈষ্ণব জানান, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ইটনা না গিয়ে মিঠামইনের কেওয়ারজোড় গ্রামের আত্মীয় বাড়িতে রাত্রিযাপন করার উদ্দেশে রওনা দেই। পথে ডাকাতদল আমাদের নগদ ৭০ হাজার, ৬টি মোবাইল ও নৌকার ইঞ্জিন চালানোর হ্যান্ডেল পর্যন্ত নিয়ে গেছে।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!