আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত নারীনেত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মীনি আইভি রহমানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।
ছাত্রলীগ সম্পাদক আহসান হাবিব পান্নুর সঞ্চালনায় আলোচনা সভায় গ্রেনেড হামলার আসামিদের দ্রুত বিচারের দাবিতে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী আঞ্জুয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উমার ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
বক্তাগণ শোকের মাসে বর্বরোচিত গ্রেনেড হামলা মামলায় বিচারের রায় বাস্তবায়নের দাবী জানান।