আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) ।।
নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট বিকেল সাড়ে ৫টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে চূড়ান্ত এ খেলার উদ্বোধন করেন ১নং ধামইরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।
পত্নীতলার ডাঙ্গাপাড়া একাদশ ও পাঁচবিবি উপজেলার বেলপুকুর একাদশ চূড়ান্ত খেলায় প্রতিযোগিতা করেন। এ সময় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আতিক কনক, জগদল আদিবাসী স্কুল ও কলেজ শিক্ষক, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রউফ বাচ্চু, জগদল আদিবাসী ইউনাইটেড ক্লাব সভাপতি জুনাস টুডু, সম্পাদক সৈলেন মার্ডি প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় ১ গোলে বেলপুকুর একাদশকে হারিয়ে ডাঙ্গাপাড়া একাদশ চ্যাম্পিয়ন হলে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিজয়ী দলকে ১২ হাজার ও বিজিতি দলকে ৮ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।
এর আগে সকাল ৯টায় ৮টি টিমের এই খেলার উদ্বোধন করেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম।