ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে মুজিববর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র উদ্যোগে কাজু বাদামের চারা রোপন করা হয়েছে। ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলার হাটনগর ও সেনরগর এলাকায় মোট ১ বিঘা জমিতে ৫০টি কাজু বাদামের চারা রোপন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে কাজু বাদামের চারা রোপন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, বিএমডিএর সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সোবাহান সাফি, কাউন্সিলর আব্দুল হাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।