সংবাদদাতা ।।
হাওরে এক ফসলে বিচিত্র ফলন চাষ করে কৃষক। চৈত্র মাসের শুরুতে বিভিন্ন জাতের ফসল তোলা হয়। কম ব্যয়ে অধিক লাভের আশায় হাওরের কৃষক ভূট্টা চাষ শুরু করেছেন কয়েক বছর আগে। প্রথমে আগ্রহ কম দেখালেও দিন দিন ভূট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে। নিকলী উপজেলার জনশাহী হাওরের চর, দামপাড়া, সিংপুর, ঘোড়াদিঘায় ভূট্টার ফলন তোলা শুরু হয়েছে।
হাওর ঘুরে দেখা যায়, জমি থেকে ভূট্টার ছড়ি দলবেধে তুলে এনে বাড়ির উঠোনে রাখছেন। কেউ খলাতে কেউবা খোলা মাঠে স্তূপাকারে রেখে দিয়েছেন। তারপর ছড়ির উপরের খোলস ফেলে দিয়ে রোদে শুকিয়ে মাঠেই মেশিনে ভাঙ্গানোর কাজ সারছেন। সেখান থেকেই বিক্রি হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।