নজরুল ইসলাম সাগর, অষ্টগ্রাম প্রতিবেদক ।।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও আলী রহমানকে ১ম যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিমের সুপারিশের ভিত্তিতে জেলা যুবদলের সভাপতি মোঃ খসরুজ্জামান (জি এস শরীফ) ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন এ কমিটি অনুমোদন করেন।