মহিউদ্দিন লিটন ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা হল মিলনায়তনে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা সচেতনতা শীর্ষক প্রচার প্রেসব্রিফিং ও সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুদ্দীন মুন্না।
আলোচকরা বলেন, বাংলাদেশ ১৬ মিলিয়ন ডলার প্রতিবছর প্রবাসি কল্যাণ থেকে আয় করছে। এছাড়া ১ কোটি ৮০ লক্ষ লোক বিদেশে বসবাস করে আসছে। এদিকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন দালালের মাধ্যমে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। বিদেশে যাওয়ার জন্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করে দেশ আজ বৈদেশিক আয় উপার্জন করছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোহাম্মদ রুহুল কুদ্দুস ভূইয়া, কর্মসংস্থানে কিশোরগঞ্জ সহকারী পরিচালক মোহাম্মদ আলী আকবর, নিকলী স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. খান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার।