আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দু’টি শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামইরহাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ও দুপুর ১২টায় পাগল দেওয়ান ফাজিল (ডিগ্রী) মাদরাসাসহ এই দু’টি মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ কাজের ফলক উন্মোচনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি বলেন, “দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থা ব্যাপক ভূমিকা রাখতে পারে।”
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান পৃথক দু’টি আলোচনা সভায় সভাপতিত্বে করেন।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, সরকারি এমএম কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, ওসি আবদুল মমিন, ধামইরহাট বিএম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলম, পাগল দেওয়ান ফাজিল মাদরাসার অধ্যক্ষ আইয়ুব হোসেন, সহকারী অধ্যাপক আবু নাসের মো. আফজাল হোসেন, শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী তামিম হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল পাস্কায়েল হেমরম, জাহিদ হাসান, পৌর ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিটি ৮৫ লাখ টাকা নির্মাণা ব্যয়ে আলাদা দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজ সম্পন্ন করবেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নওগাঁ। শিক্ষা প্রতিষ্ঠান দু’টির একাডেমিক ভবন নির্মাণা হলে লেখাপড়ার মান বৃদ্ধি ও বিদ্যালয়ে পড়ালেখার উন্নত পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করেন সুধীজন।