করিমগঞ্জের ইউএনও তসলিমা নূর করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তসলিমা নূর হোসেন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। বুধবার তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। জেলার ১৩ উপজেলার মধ্যে করোনাকালে এই প্রথম কোনো ইউএনও করোনায় আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার সকালে তসলিমা নূর হোসেন তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, কয়েকদিন ধরে তিনি হালকা জ্বর, গলাব্যথা ও শরীর ব্যথায় ভুগছিলেন। করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নমুনা দেন তিনি।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষার পর বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নমুনা পরীক্ষার রিপোর্টে তার কোভিড-১৯ পজেটিভ আসে।

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। হালকা জ্বর, সামান্য গলাব্যথা ও ঠাণ্ডা আছে। তাঁকে আপাতত বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগ তাঁর সর্বক্ষণিক খোঁজখবর রাখছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনার শুরু থেকেই ইউএনও তসলিমা নূর হোসেন সংক্রমণ রোধে সচেতনতামূলক ব্যাপক কাজ শুরু করেন। বিশেষ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, বিভিন্ন হাট-বাজারে নিজে উপস্থিত হয়ে হ্যান্ড মাইক নিয়ে মানুষকে সচেতন করা, এছাড়াও প্রশাসনিক কাজকর্ম ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

এসব কারণে তাকে সারা উপজেলায় ছোটাছুটি করতে হয়েছে। এভাবে ঝুঁকি নিয়ে সরকারি দায়িত্ব পালন করার কারণে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

Similar Posts

error: Content is protected !!