চৈত্রের ঝম ঝম বৃষ্টি

সংবাদদাতা ।।
চৈত্রের প্রথম সপ্তাহে নিকলীতে ঝম ঝম বৃষ্টি হয়ে গেলো। সাথে ছিল সামান্য ঝড়ো হাওয়া আর শিলা বৃষ্টি। আজ শনিবার দুপুরে যখন চৈত্রের দাহন পড়েছে অল্প অল্প করে। গ্রামের শ্রমজীবী মানুষেরা যখন ক্লান্ত হয়ে পড়েছেন; ঠিক তখনি হালকা বৃষ্টিতে ভিজিয়ে গেল। স্বস্তি পেল প্রকৃতি। ছোট শিশুর দল লাফিয়ে পড়লো নদীতে। ছেলেমেয়েরা খুশিতে এ গাছে ও গাছে ছুটলো আমকুড়ানির সুখে। হাওরে ধানি জমি ভরে গেলো পানিতে। শীষ দ্রুত গজাতে শুরু করবে।

Similar Posts

error: Content is protected !!