বিশেষ প্রতিনিধি ।।
বাংলা ফিল্ম এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই প্রকাশিত হচ্ছে রাজ হৃদয়ের পরিচালনায় ভিন্নরকম গল্প ও কাহিনী নিয়ে একটি শিক্ষামূলক বাংলা শর্টফিল্ম “বেদেনীর প্রেম”। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আতাউর রহমান খান মিলন, বিশেষ কমেডি চরিত্র রূপায়ণ করেছেন শেখ মোবারক হোসাইন সাদী। আরো অভিনয় করেছেন হবি শেখ, তন্নি, লিজা, অনামিকা, তানিশা, বৃষ্টি, শান্ত, বর্ষা, হিসাম, রাজিব, রফিক, হিরক, লিপ্টন, মোঃ জুনাঈদ হাসান রাজু, আব্দুল্লা ও হৃদয়সহ আরো অনেকেই।
নাটক সূত্রে জানা যায়, জমিদার ছোটভাই ভিনদেশি মেয়েকে বিয়ে করে ৩ বছরের কন্যাশিশুকে বেদে সর্দারের আশ্রয়ে রেখে চলে যায়। তাকে বেদে সর্দার বড় করে বহরের সেরা বাইদানী “মালা” নামে। এ দিকে জমিদার পুত্রকে সাপে কাটলে বেদেনী মালা সেই বিষ নামিয়ে তার প্রেমে পড়ে। এমনি হাসি, কান্না, রোমান্টিক ও কমেডি দিয়ে গল্পটি নির্মাণ করেছে রাজ-হৃদয়!
রাজ হৃদয়ের পরিচালনায় “বাংলা ফিল্ম এন্টারটেইনমেন্ট”-এর ইউটিউব চ্যানেলে বেশকিছু শর্টফিল্ম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে নেশার পরিণতি, মাটির ঘর, বলদা বিয়াই, কিপটা জামাই, ঢাকায় বলদা নিখোঁজ, দজ্জাল মা, বাখাটে, চিটিংবাজ ডিরেক্টর, কলংকিনী, রিকশাওয়ালার শিক্ষিত মেয়ে, বেকার লাইফের প্যারা, রিভেঞ্জ, অনুভূতির ডায়েরি, দহন, লেডি মাস্তান, চাকরের প্রেম ইত্যাদি।
কথা হয় রাজ হৃদয়ের সাথে। তিনি বলেন, আমি খুব পরিশ্রম আর চেষ্টা করে যাচ্ছি। মধ্যবিত্ত পরিবারের সীমাবদ্ধতার মাঝে যতটুকু সম্ভব কাজ করছি। ভবিষ্যতে সুযোগ পেলে বড় পর্দায় নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত হতে চাই। আমি ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে আমাকে সুন্দর কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে পারার জন্যে।
আমার জন্য সবার দোয়া চাই, নিজের প্রতিভা কাজে লাগিয়ে নিয়মিত সুস্থ ও ব্যতিক্রমী বিনোদনের পাশাপাশি যেন স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারি।