অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন আর নেই

শেখ মোবারক হোসাইন সাদী, বিশেষ প্রতিনিধি ।।

নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন আজ বেলা ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১০টায় মৃত্যুবরণ করেন। তিনি নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলামের সহধর্মিনী। মরহুমার বাবা মৃত কারার আলাউদ্দিন ভূঞা নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

কারার মাহমুদা পারভীনের মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সকল শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে শোক জানাচ্ছেন।

মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজ রাত ৮টায় নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। জানাজা শেষে দরগাহ হাটি পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে জানাজায় শরিক হয়ে তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

নিকলী-বাজিতপুর (কিশোরগঞ্জ-৫) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন কারার মাহমুদা পারভীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও রূহের মাগফিরাত কামনা করেছেন।

নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।

আরো শোক জানিয়েছেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক ভূঞা, উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, নিকলী থানার ওসি সামসুল আলম সিদ্দিকী, গণসাংস্কতিক দল নিকলীর প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল আলম বাদল।

এছাড়াও শোক জানিয়েছে নিকলী উপজেলা ছাত্রলীগ, ঢাকাস্থ নিকলী সমিতি, ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ, জলজ থিয়েটারসহ (নিকলী) বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসমূহ।

Similar Posts

error: Content is protected !!