নিজস্ব প্রতিবেদক ।।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ব্যবসায়ী মতিউর রহমান, কাঠালকান্দি (নোয়াগাঁও) গ্রামের হাদিস মিয়া, কারপাশা ইউনিয়নের জালালপুর গ্রামের মো. রবিন।
ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মামুন রহমান সংবাদমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।