শেখ মোবারক হোসাইন সাদী, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা সদর ইউনিয়নের পুকুরপাড়ের বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান তালুকদার আজ বুধবার (৬ জানুয়ারি) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান তালুকদার আজ বুধবার ভোর সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে শেখ শাহজাহান তালুকদার দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শেখ শাহজাহান তালুকদার ৫ নম্বর সেক্টরে কুবরা কোম্পানির অধীনে মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রাখেন। তিনি নিকলীর একজন সফল উদ্যোক্তা ব্যবসায়ী হিসেবেও নিকলীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমধিক পরিচিত ছিলেন। নিকলী উপজেলায় প্রথম এবং এখনো পর্যন্ত একমাত্র কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র “নিকলী হ্যাঁচারি” তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে। একই সাথে তিনি নিকলীতে আবাসিক হোটেলও পরিচালনা করেন।
আজ বাদ আসর বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান তালুকদারের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। জানাজা শেষে তাঁকে পুকুরপাড় গোরস্থানে দাফন করা হবে। তাঁর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নিকলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান তালুকদারের মৃত্যুতে কিশোরগন্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাঙালি জাতির এ শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে শোক জানিয়েছেন নিকলী উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান তালুকদারের মৃত্যুতে নিকলীর প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার, ঢাকাস্থ নিকলী সমিতি, ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ গভীর শোক প্রকাশ করেছে। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।