সংবাদদাতা ।।
নিকলী উপজেলার গুরই ইউনিয়নে বেসরকারি সংস্থা পপি রিকল প্রকল্পের উদ্যোগে মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে সিবিও-এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা প্রদানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন গত শনিবার সরেজমিনে পরিদর্শন করেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় পপি রিকল প্রকল্পের নিকলী উপজেলা সমন্বয়কারী মোঃ মোশারফ হোসেন খান, গুরই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাইন উদ্দিন, টেকনিকেল অফিসার রেশমা পারভীন, ফিল্ড ফেটিলেটেটর নির্মল চন্দ্র দেবনাথ, ছেত্রা উত্তরপাড়া সেতু বহুমুখী উন্নয়ন সংগঠন ও ছেত্রা লম্বাহাটির সতদল বহুমুখী উন্নয়ন সংগঠনকে প্রদান করা গাভী গরুর ফার্ম ঘুরে দেখানো হয়। পপি রিকল প্রকল্প প্রতিটি সংগঠনের ১১ জন মহিলা সদস্যকে ১টি করে গাভী (মূল্য অফেরতযোগ্য) ক্রয় করে দেয়। ২টি সংগঠনের ২২ জন মহিলাকে গাভী প্রদান করা হয়। এই গাভী লালন পালন করে মহিলারা দুধ বিক্রি করে একটি ডেইরি ফার্ম পপি রিকল প্রকল্পের সহায়তায় তৈরি করার পরিকল্পনা করছেন। ছেত্রা উত্তরপাড়া সেতু বহুমুখী উন্নয়ন সংগঠনের সভানেত্রী জোসনা বেগম ছেত্রা লম্বাহাটি সতদল বহুমুখী উন্নয়ন সংগঠনের সভানেত্রী রহিমা খাতুন ও সিবিও কার্যকরী কমিটির সদস্য মোঃ মানিক হোসেন সাংবাদিকদের জানান, বেসরকারি সংস্থা পপি রিকল প্রকল্পের সহায়তায় ২০১২ সাল থেকে সিবিও গঠন করি। গত ৩/৪ মাস আগে পপি রিকলের আর্থিক সহযোগিতায় ৭ সদস্য কমিটি গঠন করে ২টি সিবিওর ২২ জন মহিলা সদস্যকে ১টি করে গাভী ক্রয় করে দেয়।