শেখ মোবারক হোসাইন সাদী, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নে ট্রলারে অগ্নিদগ্ধদের মধ্যে সাজনপুর পূর্বহাটি মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫০) নামে আরো একজন আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে উপজেলার সিংপুর বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে প্রথম দিন মারা যান সদর ইউনিয়নের মঞ্জিলহাটি গ্রামের বাসিন্দা জহুর উদ্দিন। আহত আরো চারজনকে আশঙ্কাজনক অবস্থায়
আগুনে দগ্ধ অপর ৩জন হলেন- নিহত জহুর উদ্দিনের ছেলে বাপ্পি, সাজনপুর গ্রামের হাসেম মিয়া, তারেক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার সিংপুর বাজারে একদিনের মেলা বসে। মুড়ি-মুড়কিসহ নৌকা নিয়ে মেলায় যান জহুর উদ্দিন ও তার লোকজন। মেলাশেষে রাতে বাজার ঘাটে ট্রলারে ঘুমিয়ে ছিলেন জহুর উদ্দিনসহ অন্যরা। রাতে মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।