অবশেষে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি

সংবাদদাতা ।।
ঘোষিত কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করলো বিএনপি নিকলী উপজেলা শাখা। নিকলীর মোট ৭টি ইউনিয়নের মধ্যে সদর ছাড়া অন্য ৬টি ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সদরের জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার কথা জানানো হয়েছে সভায়।
সিংপুর, কারপাশা, দামপাড়া, জারুইতলা, গুরই ও ছাতিরচর ইউনিয়নে বিএনপির একাধিক প্রার্থীর আবেদন না থাকায় এই ৬টি ইউনিয়নে ভোটাভুটির প্রয়োজন হয়নি। কিন্তু সদর ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় এ নিয়ে কিছুটা সময় নেয়া হচ্ছে।

কাউন্সিলে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি
কাউন্সিলে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি

যারা বিএনপির দলীয় মনোনয়ন পেলেন : নিকলী সদর ইউনিয়নে বিএনপির মনোনয়ন পেয়েছেন হারুন আল কাইউম, সিংপুর ইউনিয়নে সোহাগ, দামপাড়ায় জাহাঙ্গীর আলম বকুল, কারপাশা ইউনিয়নে মো: আশরাফ উদ্দিন, গুরই ইউনিয়নে আবু তাহের, ছাতিরচর ইউনিয়নে হানিফ ইসলাম ও জারুইতলা ইউনিয়নে মো: রইছউদ্দিন।

উল্লেখ্য, কাউন্সিলকে ঘিরে নিকলী উপজেলায় বিএনপির নেতাকর্মীদের যে ধরনের উচ্ছ্বাস অতীতে দেখা গেছে তার ছিটেফোটাও ২০১৬ সালের এই আয়োজনকে ঘিরে চোখ পড়েনি। নিকলী সদরে বকুলতলায় অনুষ্ঠিত কাউন্সিল স্থলে দর্শক সারিতে বসার চেয়ারগুলোর এক-তৃতীয়াংশও পূরণ করতে সক্ষম হয়নি। মঞ্চ তথা অতিথি সাড়িও ছিলো নিষ্প্রভ। কাউন্সিলের যে অংশটুকু দ্যূতি ছড়িয়েছে, তা কেবল রঙিন কাপড়ে ছেয়ে রাখা অনুষ্ঠানস্থল।

এই সংবাদদাতা বেশ কয়েকবার বিএনপি নিকলী উপজেলা শাখার সভাপতিসহ দায়িত্বশীল কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু ফোন রিসিভ না করায় দলীয় প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

BNP_NIKLI_Council_2016-2

Similar Posts

error: Content is protected !!