নিজস্ব প্রতিনিধি ।।
“ঐক্য শান্তি প্রগতি” সংগঠনের মূলনীতি ধরে নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফের উদ্যোগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি ২০২১) “নিকলী যুব শ্রমিক সংগঠন” নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনটির কার্যালয় হিসেবে কুমারছাড়া মোড়ে ভাড়া ঘরে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।
নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত যু্ব শ্রমিকরা এ সময় সংগঠনের কার্যালয়ে উপস্থিত ছিলেন। সমাজের উন্নয়নমুখী কাজে নিজেদের নিয়োজিত করবেন বলে ঐক্যমত প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
সাবেক ছাত্রনেতা ও যুবলীগ নেতা কারার ইখতিয়ারুল আহম্মেদ শরীফ একজন উদ্যোগী সংগঠক হিসেবে যুব শ্রমিকদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে জসিম উদ্দিন রুবেলকে সভাপতি, সাধারণ সম্পাদক ও মোঃ রাকিব মিয়াকে অর্থ সম্পাদক করে প্রাথমিকভাবে ৫৫ সদস্য নিয়ে পরিচালনা কমিটি গঠন করা হয়।