আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের বাজিতপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মেহেদী (২২) নামে এক জেলের নৌকায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কৈলাগ ইউনিয়নের জোয়ানশাহী হাওরে এ ঘটনা ঘটে। মেহেদী একই ইউনিয়নের কুকরাখাই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবার জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জোয়ানশাহী হাওরের আউনি এলাকায় চাঁই দিয়ে মাছ ধরতে যান মেহেদী। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এক সময় বজ্রপাতে মাছ ধরার নৌকাতেই মারা যান মেহেদী।
পরে আশপাশের জেলেরা মৃত অবস্থায় নৌকায় তাকে পড়ে থাকতে দেথে পরিবারে খবর দেয়। এ ঘটনায় বাজিতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্র : জাগোনিউজ২৪