রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেনের দাফন সম্পন্ন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় হাজার হাজার মানুষের ভালবাসায় কবরে শায়িত হলেন ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরমুদ হোসেন (৬৯)।

বুধবার (৮ সেপ্টেম্বর) ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে উপজেলার মালাহার গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফরমুদ হোসেনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সমাজসেবা অফিসার সোহেল রানা, জেলা পুলিশের সাব ইন্সপেক্টর আলমগীরসহ সঙ্গীয় ফোর্স গার্ড অব অনার দেয়।

পরে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার, আলী, পৌর মেয়র আমিনুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ডেপুটি কমান্ডার অফির উদ্দিন, জেলা কমান্ডের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলামসহ পরিবারের সদস্যবৃন্দ।

জানাজায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো, শহীদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, পত্নীতলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ফজলে রাব্বী, প্যানেল মেয়র মুক্তাদিরুল হকসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন এলাকার মুসল্লি উপস্থিত ছিলেন। পরে সরকারি কলেজে ১ম ও মালাহার নয়াপুকুর এলাকায় ২য় নামাজে জানাযা শেষে বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেনকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Similar Posts

error: Content is protected !!