ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীন ধামইরহাট জোনাল অফিসের সহকারী মহা ব্যবস্থাপক (এজিএম, অপারেশন এন্ড ম্যানেজমেন্ট) হানিফ রেজাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে নির্বাহী অফিসারের খাস কামরায় বিদায়ী এজিএম হানিফ রেজাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী ও অফিসার্স ক্লাবের সম্পাদক মো. আলী হোসেনের সঞ্চালনায় বিদায়ী অতিথিকে সম্বোধন করে তার কর্মকালীন সময়ের আলোকপাত করেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি এজিএম হানিফ রেজার মেহেরপুর জেলায় বদলী হলে তিনি ধামইরহাট হতে বদলীকৃত কর্মস্থলে যোগদান করেন।