ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে পল্লী বিদ্যুতের গ্রাহকবান্ধব এজিএম (ও এন্ড এম) হানিফ রেজাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধামইরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবাগত এজিএম মাজহারুল ইসলামকে শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ধামইরহাট জোনাল অফিসের ডিজিএম শাহিন কবির। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সম্পাদক ও প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রেস ক্লাবের উপদেষ্টা জুলফিকার আলী, সাংবাদিক পাস্কায়েল হেমরম, জাহিদ হোসেন, শহিদুল ইসলাম, সোহেল রানা প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী অতিথি এজিএম হানিফ রেজাকে বিদায় সম্মাননা স্মারক ও নবাগত অতিথি এজিএম মাজহারুল ইসলামকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।