আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে সৈয়দ জাহিরুর রহমান সাগর (৪৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ জেলার নিকলী-মিঠামইন হাওরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিখোঁজ সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি যশোর সদরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে নিকলী উপজেলা সদর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে বন্ধুদের সঙ্গে মিঠামইনের হাওরে ঘুরতে যান সাগর। সেখান থেকে রাত সাড়ে ৮টার দিকে নিকলী সদরে ফিরে গাড়িতে ওঠার সময় সাগরকে খুঁজে পাচ্ছিলেন না সহযাত্রীরা।
খবর পেয়ে নিকলী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন তাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। তবে কোথাও তার খোঁজ মিলছে না।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রেসিডেন্ট রিসোর্ট থেকে অলওয়েদার রোডের বাতশালা সেতু এলাকায় ফিরে মাগরিবের নামাজ পড়েন সাগর। এরপর নিকলীর উদ্দেশে সহযাত্রীদের সঙ্গে ট্রলারে ওঠেন তিনি। ছাতিরচর ইউনিয়নের করচবন এলাকা হয়ে নিকলী সদরে আসেন তারা। রাত সাড়ে ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানার প্রস্তুতি নেন। গাড়িতে ওঠার সময় সাগর নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন তার সহযাত্রীরা।
ওসি আরও জানান, মিঠামইন থেকে নিকলী আসার পথে চলন্ত ট্রলার থেকে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। নৌকাতে তার ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোনটি পাওয়া গেছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।
সূত্র : জাগোনিউজ২৪
https://www.jagonews24.com/m/country/news/698466