পাকুন্দিয়ায় বাজারভবন নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি নূর মোহাম্মদ

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আধুনিক দ্বিতল গ্রামীণ বাজারভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।

এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ানসহ অনেকে।

 

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!