ইটনায় মৃগা মেলার নামে জুয়া

সংবাদদাতা ।।
ইটনা উপজেলার মৃগা মেলার নামে দিনে দুপুরে চলছে জুয়া খেলার রমরমা আসর। অভিযোগ উঠেছে, জুয়ারিরা স্থানীয় গ্রামপুলিশের প্রহরায় এই জুয়াখেলা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্হানীয় এক যুবক জানান, দিনে গ্রামপুলিশের প্রহরায় জুয়া খেলা চললেও রাতে পুলিশকে ম্যানেজ করে প্রায় অর্ধ কোটি টাকার জুয়া খেলা চলবে। এতে স্হানীয় কিছু মাতব্বর ও যুবক সেল্টার দেন বলে জানান। জুয়া খেলায় স্থানীয় প্রভাবশালীদের সরাসরি মদদ থাকায় সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পায় না। তাদের প্রত্যাশা, প্রশাসনের হস্তক্ষেপে সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে।

itna_mela_jua

Similar Posts

error: Content is protected !!