ধামইরহাটে ইসলামী ব্যাংকের ফতেপুর এজেন্ট শাখার মতবিনিময় সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ফতেপুর বাজার এজেন্ট শাখার গ্রাহকদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ফতেপুর বাজার এজেন্ট শাখা কার্যালয়ে শাখা ইনচার্জ ও এজেন্ট আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও পত্নীতলা শাখা প্রধান মো. আবু সাঈদ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে পত্নীতলা শাখার সিনিয়র অফিসার আব্দুল আলিম, জুনিয়র অফিসার মো. নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক জাহিদ হাসান মেহেদী হাসান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো. হানজালা প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে এজেন্ট আব্দুল হাই সিদ্দিক গ্রাহকদের মানসম্মত সেবার অঙ্গীকার প্রদান করেন এবং লটারির মাধ্যমে হিসাবধারীদের পুরস্কৃত করেন।

Similar Posts

error: Content is protected !!