ধামইরহাটে ৩ সহস্রাধিক শিশুকে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ দিল ওয়ার্ল্ড ভিশন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের তালিকাভুক্ত ৩ হাজারের অধিক শিশু শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা শহীদ মিনার চত্বরে ৪টি ইউনিয়নের ৩ হাজার ৩শত শিশুর মাঝে ৫টি করে খাতা, ৫টি সাবান, ১টি করে ব্রাশ ও পেস্ট বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।

এরই সাথে উপজেলার উমার, ধামইরহাট, জাহানপুর ও আলমপুর ইউনিয়নের তালিকাভুক্ত নিবন্ধিত শিশু শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাহারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মানুয়েল বৈদ্য, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি লজিমুখিম, রোজলিন, ভিডিসি সদস্য পাস্কায়েল হেমরম প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!