সংবাদদাতা ।।
আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে আলোচনা সভা, র্যালী, মিলাদ ও দোয়া মাহফিল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। ফিল্ড সুপারভাইজার মোঃ আবুল বাসার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন। বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার মোঃ জালাল উদ্দিন নিজামী। পরে ২০১৫ সনের প্রাক-প্রাথমিক ও বয়স্ক সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশন নিকলী সদরে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।